শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
দক্ষিণাঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে খুলনার কয়রা-পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর-আশাশুনি উপকূলবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ টিআরএম পদ্ধতি চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জন্মভুমির চিফ রিপোর্টার সাংবাদিক সোহরাব হোসেন। কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা কাজী মোতাহার রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক জিএম শহিদুল ইসলাম, সাংবাদিক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, আওসাফুর রহমান কাজল, পঙ্কজ দেবনাথ, ড. তহিরুল ইসলাম, ডা. সুবোল চন্দ্র অধিকারী, আইনজীবী রুহুল আমীন, শিক্ষক নেতা হাফিজুর রহমান মন্টু, ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী, অধ্যাপক মফিজুল ইসলাম, ডাক্তার নূরুল ইসলাম, শি ক্ষক দবির হোসেন, মো. আবু হানিফ, আব্দুল্লাহ আল মামুন, মো. জাকারিয়া, মো. আব্দুল হাই সিদ্দিকী, মো. সালাউদ্দিন, প্রান্ত মন্ডল, অরবিন্দ বৈরাগী, গোপাল চন্দ্র দাস, ডা. নিখিল চন্দ্র, মো. নূরুল্লাহ, শাহীনুর রহমান, আরাফাত হোসাইন, আব্দুল্লাহ বিন আজাদ, ইয়াসিন আরাফাত, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, উপকূলবাসী ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ নির্মাণ চায়। বর্তমানে ভাঙন কবলিত বানভাসী মানুষেরা নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে নারী ও শিশুরা সুপেয় পানি, স্যানিটারীর অভাবে খুব কষ্টে রয়েছে। এর মধ্যে আবার পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বক্তারা আরো বলেন, লোনাপানিতে প্লাবিত হয়ে শিক্ষার্থীদের বই, খাতাসহ শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে। তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একদিকে তারা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে অপরদিকে চিকিৎসা না পেয়ে দুর্বিসহ জীবন কাটছে। অবিলম্বে বক্তারা বানভাসী এ সব অহসায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগ্রিয়ে আসার আহবান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]