রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
টিআর-কাবিখা’র একটি টাকাও নষ্ট হতে দেওয়া হবেনা
আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বর্তমান আওয়ামী লীগ সরকার বরাদ্দ দিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় এ বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হবে বলে আমি আশা করি। অবকাঠামো উন্নয়নে বরাদ্দ টিআর-কাবিখা'র একটি টাকাও নষ্ট হতে দেওয়া হবেনা।
তিনি আরও বলেন, অতিমারীর এ ক্রান্তিকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুঃস্থ্য ও অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারের পাশাপাশি অসহায় মানুষের সহযোগীতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি সমাজের দুঃস্থ্য ও অসহায় মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় গ্রহীত প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই।এসময় আ'লীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে টিআর কর্মসূচীর আওতায় ৩৯টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.