গত ১৪ ডিসেম্বর থেকে কানাডায় টিকা প্রয়োগ শুরু হয়। এখন পর্যন্ত ২ লাখ ৩০ হাজার ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। তবে টিকা নেওয়া কারো মধ্যে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার ডা. সুপ্রিয়া শর্মা এ তথ্য জানিয়েছেন।
ডা. সুপ্রিয়া শর্মা বলেন, টিকা গ্রহীতাদের মধ্যে এখন পর্যন্ত তীব্র, মৃদু বা মাঝারি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, টিকাদানের ক্ষেত্রে বিশেষজ্ঞরা দুটি বিষয়ের ওপর নজর রাখেন। প্রথমেই তারা দেখেন, ক্লিনিক্যাল ট্রায়ালে ঘটেনি এমন কিছু টিকা প্রয়োগের পর ঘটছে কিনা। দ্বিতীয়ত তারা দেখেন, টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ট্রায়ালের সময় নথিবদ্ধ করা পার্শ্ব প্রতিক্রিয়ার চেয়ে মারাত্মক বা সংখ্যায় বেশি কিনা। এখন পর্যন্ত উভয় ক্ষেত্রেই সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। এর অর্থ হলো ক্লিনিক্যাল ট্রায়াল ভালোমতোই হয়েছে।
টিকার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আছে স্বল্প-মেয়াদি জ্বর, ইনজেকশনের স্থানে ব্যথা, মাথাব্যথা ও অবসাদগ্রস্থতা। টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য এসব সমস্যা প্রশমিত হয়ে আসে।
হেলথ কানাডা গত ডিসেম্বরে দুটি কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়। প্রথমে অনুমোদন দেয়া হয় ফাইজার-বায়োএনটেকের টিকা। এর পর মডার্নার টিকারও অনুমোদন দেয় হেলথ কানাডা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮ হাজার ৬১৯ জন। মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ১৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৩২৪ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]