মো: শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি: গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে, সোহেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১২,১২,২৪ইং রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনোয়ার শিকদারের ছেলে সোহেল সিকদার ( ২০) শ্রীরামকান্দি মৌজার বি আর ডি সির শেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুতের তারের শার্ট সার্কিট হয়ে পুলের উপর থেকে পরে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় রাত আটটার কিছুক্ষণ পরে বিদ্যুতের ওই পুলে ধাউ, ধাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আশেপাশের মানুষ দৌড়ে গেলে সেখানে থেকে আরও ২-৩ জন যুবক দৌড়ে পালিয়ে যায়। সোহেল সিকদারকে পড়ে থাকতে দেখা যায়। পল্লী বিদ্যুতের লাইন ম্যানরা জানান যে, তারা ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে পুলের উপরে ওঠে। এবং ট্রান্সফরমার এর উপরে একটি প্লাস ও একটি রড দেখা যায় ট্রান্সফরমারের মুখ ও খোনা দেখা যায়। নাট গুলো এলোমেলোভাবে নিচে পড়ে থাকতে দেখা যায়। তার সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে টুঙ্গীপাড়া থানার একটি টিম ধুরাতহাল রিপোর্ট জন্য ঘটনা স্থলে আসে। টুঙ্গিপাড়া থানার তারপ্রাপ্ত কর্মকর্তী খোরশেদ আলম জানান যে, মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, হ্যাতো তারা ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে পুলের উপরে উঠেছিল। একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]