কয়েকদিন পরেই টোকিওতে পর্দা উঠবে অলিম্পিকের। কিন্তু তার আগেই একের পর এক টেনিস তারকা এ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন। সবশেষ সেই তালিকায় যুক্ত হলেন আঞ্জেলিক কেরবার।
ব্যস্ত সূচির মাঝে বিশ্রাম নেওয়ার উদ্দেশে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াচ্ছেন কেরবার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটায় জানান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। ২০১৬ রিও অলিম্পিকে মেয়েদের এককে রুপা জিতেছিলেন তিনি।
ঘাসের কোর্টের এবারের মৌসুমে বেশ ব্যস্ত সময় কেটেছে কেরবারের। গত এক মাসে তিনটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। হোমবুর্ক ওপেন জয়ের পর উইম্বলডনে ওঠেন সেমি-ফাইনালে।
আগামী ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। এর আগে এ প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডমিনিক টিম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]