ঠাকুরগাঁওয়ে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কিশোরীদের শারিরীক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে দাতা সংস্থার নেটজ বাংলাদেশের সহযোগীতায় বিএমজেড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ- এমকেপি এর আয়োজনে প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ – প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসাবে মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র, ঠাকুরগাঁও এ শুরু হয়েছে সাত দিন (২০-২৬ সেপ্টেম্বর ) ব্যাপী অাত্মরক্ষামূলক প্রশিক্ষণ।প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও এর চেয়ারম্যান জনাব তাহমিনা মোল্লা, উপস্থিত ছিলেন মানব কল্যান পরিষদ এর পরিচালক জনাব রবিউল অাজম, জেলা সিএসও সদস্য এ্যাডভোকেট মনিকা মল্লিক। উদ্বোধনী অালোচনায় বক্তারা বলেন, কিশোরীরা হচ্ছে অাগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি শারীরিক ও মানসিকভাবে নিজেদের বিকাশ করতে পারে তাহলে অাত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সমাজে নারী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার ০৬টি বিদ্যালয়ের ২০জন ছাত্রী অংশগ্রহন করছে।