দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : পরিশোধ করতে না পরায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছে চীনা কোম্পানি সিএমসি। গত ২৫ মে থেকে পায়রার একটি ইউনিটের উৎপাদন বন্ধ। মজুত কয়লা দিয়ে দ্বিতীয় ইউনিট মাত্র দু’দিন চলবে।
কয়লা আমদানি বাবদ বর্তমানে পায়রার ২৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বকেয়া বিল পরিশোধ করা যায়নি। বার বার তাগাদা দেয়ার পরও ডলার সংকটের কারণে বকেয়া বিল পরিশোধ সম্ভব হয়নি। পেট্রোবাংলা কাতারের রাস গ্যাস থেকে ২০ কার্গো এলএনজি আমদানির বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় ৪ কোটি ৩১ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। বিবিয়ানা ও জালালাবাদের বিক্রি করা গ্যাসের ১১টি বিল ডলার সংকটে সময়মতো শোধ করতে পারেনি পেট্রোবাংলা। এ জন্য ২৪ লাখ ১২ হাজার ৯৯১ ডলার জরিমানা দাবি করেছে গ্যাসক্ষেত্রের ইজারাদার যুক্তরাষ্ট্রের শেভরন। বহুজাতিক কোম্পানি তাল্লোর গ্যাস ও কনডেনসেট বিক্রির দুটি বিল এবং সামিটের এলএনজি প্রক্রিয়াকরণ ইউনিট এফএসআরইউ (ভাসমান টার্মিনাল) ভাড়ার বিল নির্ধারিত সময়ে দিতে পারেনি পেট্রোবাংলা।
ফলে কয়লার অভাবে বন্ধ হচ্ছে উৎপাদন। বকেয়া বিলের কারণে জ্বালানি সরবরাহে অনীহার পাশপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিলম্বে আমদানি মূল্য পরিশোধের জন্য বাড়তি চার্জ দাবি করছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় সারাদেশে চলছে ভয়াবহ লোডশেডিং। শতভাগ বিদ্যুতের দেশে বিদ্যুৎ (পাওয়ার) সেক্টরে নেমে এসেছে অন্ধকার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]