মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন ও জামিরত্তা ইউনিয়ন এর মানুষের শীতের আগমনের সাথে সাথে যেনো রাতের ঘুম হারাম হয়ে যায়। শীতের সাথে সাথে এসব এলাকায় ডাকাতি বেড়ে যায়। গত ১লা ডিসেম্বর রাতে জামিরত্তা ইউনিয়ন এর হাতনি এলাকায় স্থানীয় এক নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দার বাড়িতে ডাকাতি হয়। সরজমিনে গিয়ে দেখা যায় মাইন রডের সাথে ভবনে বাড়ির কেচিগেট ভেঙে ভেতরে ঢুকে। বাড়ির লোকজনকে বেশ মারধর করা হয়েছে। ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩৫ হাজার টাকার মতো নগত টাকা নিয়ে গিয়েছে।
এদিকে চান্দহর ইউনিয়ন এর বেল্লকপারা গ্রামে গত রাতে (৩ ডিসেম্বর) ডাকাতেরা হানা দেয়। এলাকার কয়েকজন লোক টের পেয়ে মোবাইলে আশে পাশে থাকা প্রতিবেশীদের ফোন করে জানায়, প্রায় সারা রাত ই জেগে পাহারা দেয়া হয় গ্রাম। নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন বলেন তারা দেখেছেন প্রায় ১২ থেকে ১৩ জন হবে যরা বাড়ির পাশ দিয়ে গেছে তখন রাত ২ টার মতো হবে। তারা তখনো জানতো না এরা ডাকাত। ভেবেছিলো এরা ইয়াবা আসক্ত। কারন এলাকার প্রায়ই ইয়াবা আসক্তরা রাত ভর ঘুরে বেড়ায়। এলাকায় এরাও অনেক উতপাত করে। আজ কারো বাড়ির কিছু চুরি তো কাল অন্য বাড়িতে কিছু চুরি এরকম প্রায়ই হয়। পরে শোনা যায় ডাকাত এসেছিলো গ্রাম এ।
এলাকার রাস্তার পাশে থাকা বাড়ি গুলোর বাসিন্দারা বেশি ভয়ে আছে কারন রাস্তার সাথের বাড়ি গুলোয় ডাকাতি হয় বেশি।
এলাকাবাসীর দাবী স্থানীয় প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হক।