শিরোমনি ডেস্ক রিপোর্ট: আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি এই আইন প্রণয়নকারী এবং এর অপপ্রয়োগে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার দাবি জানান অধ্যাপক আসিফ নজরুল।
এই আইন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী দাবি করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, এটা মুক্তিযুদ্ধের চেতনার সুস্পষ্ট লঙ্ঘন। যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পক্ষে বলে এবং যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিকটিমদের বিপক্ষে বলে, তারাও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের শক্তি।
আসিফ নজরুলের ভাষ্য, ‘প্রথম আলোর পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, সেখানে মূল কথা হচ্ছে দ্রব্যমূল্য। মূল কথা হচ্ছে মানুষের ভাতের অধিকারে কষ্ট হচ্ছে, মানুষের জীবিকার অধিকারে কষ্ট হচ্ছে। এটা কি কেউ অস্বীকার করতে পারে? আমরা সবাই বাজারে যাই। আমরা জানি দ্রব্যমূল্য কী পরিমাণ বেড়েছে। আমরা জানি কিছু লোকের হাতে সব টাকা কুক্ষিগত হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে। বৈষম্যের হার বেড়েছে, মানুষের কষ্ট বেড়েছে—এ রকম একটা প্রতিবেদন বিকৃতভাবে উপস্থাপন করে আজকে যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সুযোগ করে দিয়েছে, তারাই স্বাধীনতাবিরোধী শক্তি। তারাই স্বাধীনতাকে হেয় করেছে