দেশ আজ পিছিয়ে নেই, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। আগে পৃথিবী বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্রে অথবা ভিক্ষুকের রাষ্ট্রে দেখত কিন্তুু এখন আর এই ভাবে পৃথিবী বাংলাদেশ কে দেখেনা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।এছাড়াও তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে রিক্সা চালকও আজ টাচ ফোন চালায়, কাজের মেয়ের আছে ফেইসবুক একাউন্ট। ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশকে ডিজিটাল করেছে এবং যুদ্ধপরাধীদের বিচার কার্যকর করেছেন। এবার ডিজিটাল বাংলাদেশকে রুপান্তরিত করা হবে স্মার্ট বাংলাদেশে। স্মার্ট দেশের নাগরিক হবে স্মার্ট। যেখানে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমরফারুক মিলনায়তনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে তিনি আরও বলেন,সমাজ ব্যবস্থায় মানুষরূপী অমানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সমাজে মানুষের অভাব নাই, কিন্তুু মানুষের মত মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন।তাই অমানুষের হাত থেকে এই জাতিকে, এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে গেলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান ও পিরোজপুর জেলার যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ।এসময়ে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বক্তৃতায় অংশগ্রহণ করা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল – কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।