পাপ্পু কুমার সরকার, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ জেলা শহরের সজ্জনকান্দা এলাকার পলাশ বিশ্বাস (৩০) কে গ্রেপ্তার করেছে। পলাশ সজ্জনকান্দা গ্রামের টাবলু বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, রাজবাড়ীর পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালের ভিতর নির্মাণাধীন ছয় তলা ভবন এর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
সে সময় জেলা গোয়েন্দা শাখার এএসআই নাজমুল হক ও এসআই মোঃ বদিয়ার রহমানসহ সঙ্গিয় ফোর্স মোঃ পলাশ বিশ্বাসকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে ১২ হাজার ৩ শত টাকা মূল্যের ৪১ পিস হালকা গোলাপী রং এর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]