নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সংসদীয় আসন ১(ডোমার-ডিমলা) এর সাবেক এমপি মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে, ডিমলা উপজেলার ত্যাগী, পদ বঞ্চিত বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত তুহিন ভাইয়ের সমর্থক গোষ্ঠী নামে একটি গোষ্টী তৈরি হয়।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের কলোনির হাট সংলগ্ন ফেডারেশন মাঠে এ গোষ্ঠীর আয়োজনে, আগামী নির্বাচনকে সামনে রেখে, তুহিন ভাই বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগান নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান এর সভাপতিত্বে ও আল মাহমুদের সঞ্চালনায়- এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তুহিনের বড় ভাই ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রইছুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান (বিন্জু),মোনায়েম হোসেন,
আশিক উল ইসলাম লিমন, ফজলের রাব্বি তুষার, প্রভাষক আলাউদ্দিন আলাল, মামুনুর রশিদ, স্বপনুজ্জামান (স্বপন), রফিকুল ইসলাম, শিরিন আহমেদ, তইবুল ইসলাম প্রমুখ।