নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্বখাতের আওতায় উপজেলার জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম করা হয়েছে।
১৬-আগস্ট(বুধবার) সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে উপজেলার বিভিন্ন ১৮ টি জলাশয়ে ৩৯২.৮৬ কেজির বিপরীতে ২০ থেকে ২৫ কেজি করে জলাশয় রক্ষণাবেক্ষণকারী ব্যক্তির উপস্থিতিতে কাপ জাতীয় পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা নুরুন নাহার নুরি, সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর প্রমুখ।