নূর মোহাম্মদ সুমন, ডিমলা প্রতিনিধিঃনীলফামারীর ডিমলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশি জানতে বীজ ব্যহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক looকৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
১২-ডিসেম্বর (সোমবার) বেলা ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, আয়েশা সিদ্দীকা প্রমূখ।
উল্লেখ্য ৩ হাজার ৪ শত কৃষকের মধ্যে প্রতিজনের মাঝে ২ কেজি করে উন্নত মানের উফশি জাতের ধান বীজ ও ৩ হাজার ৪ শত কৃষকের মধ্যে প্রতিজনের মাঝে ৫ কেজি হাইব্রিড ধানের বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]