নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৩৪ জন অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ, দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত গরিব অসহায় রোগীদের চিকিৎসার জন্য উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুকূলে এককালীন আর্থিক সাহায্যের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার( ৫-জুন ) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরন এবং চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প হতে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও ফ্যামিলী কিটস বক্স বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
চেক ও কিটস বক্স বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি স্বাগত বক্তব্যে বলেন, এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী, যেকোনো জটিল রোগে আক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, যানবাহন বা পরিবহন দুর্ঘটনা জনিত কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে আবেদন করেছিলো, তারাই আজ এসব সুবিধা পাচ্ছে। এদের মধ্যে উপজেলা সমাজকল্যাণ কমিটির ফান্ড থেকে এককালীন ২৯ জনকে ৩ হাজার করে ৮৭ হাজার, ১ জনকে ১০ হাজার, ১ জনকে ৪ হাজার ও ৩ জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সেই সাথে ৩০ জন সুবিধা বঞ্চিত শিশু ও ১২ জন ভলান্টিয়ার নারীকে ফ্যামেলী কিটস বক্স প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]