মোঃসোহেল রানা,নীলফামারী প্রতিনিধি,দৈনিক শিরো্মণিঃ
"বাজেট সভায় অংশ করি, নিজের চাহিদা নিজেই বলি" এই শ্লোগান দিয়ে উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২১-২২ অর্থ বছররের উম্মুক্ত বাজেট ঘোষনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১-মে) সকাল সাড়ে ১১টায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে উক্ত ইউপি চেয়ারম্যান ময়নুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউপি সচিব গৌরাঙ্গ রায় ৩ কোটি ৫ লক্ষ ৫০ হাজার ৯ শত টাকার আয়ের বাজেট উপস্থাপন করেন। এতে ৩ কোটি ৫ লক্ষ ৪০ হাজার ২ শত টাকা এবং উদ্বৃত্ত ১০ হাজার ৭ শত টাকা রাকা হয়েছে।উক্ত সভায় সদস্য আরজ খান, ইয়াছিন আলী, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মজিদা বেগম, হালিমা বেগম ও ডিজিটাল সেন্টারের উদ্দ্যোগতা মিজানুর রহমানসহ পরিষদের সকল ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]