ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছে। যাদের সবাই রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৩৫ জন।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি রোগী ২৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১১ জন।
গত ১ জানুয়ারি থেকে আজ ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৯৪ জন। একই সময়ে মোট ছাড়া পাওয়া রোগী ৫৯ জন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]