আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার কথা উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপস শেখ ফজলে নুর তাপস বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আগস্ট মাসটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে নগরবাসীকে তা প্রতিরোধে ভূমিকা পালন করতে হবে।
বুধবার সকালে রাজধানীর কদমতলী এলাকার ম্যাচ কলোনিতে পরিদর্শন শেষে তিনি একথা জানান।
মেয়র তাপস বলেন, আমাদের পক্ষে ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না। এজন্য নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
তিনি বলেন, ২০১৯ সালের তুলনায় এবারের ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভালো। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য মে মাস থেকেই নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। গত ১১ জুলাই থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]