রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ডোমারে পল্লী চিকিৎসকদের করোনা সচেতনতা কর্মশালা
মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমানোর লক্ষ্যে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সচেতনতা উন্নয়ন বিষয়ক ছয় দিন ব্যাপী অরিয়েন্টেশনের আয়োজন করেছে ডোমার উপজেলা পরিষদ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির বাস্তবায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুন) ডোমার উপজেলা পরিষদ সভাকক্ষে ছয় দিনব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমানোর লক্ষ্যে স্বাস্থ্য কর্মী ও পল্লী চিকিৎসকদের সচেতনতা উন্নয়ন বিষয়ক অরিয়েন্টেশনের ৫ম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এস.এম. জসীম উদ্দিন প্রমুখ।কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আলোকপাত ও প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল আলা। আজ ৩১ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। এ নিয়ে গত ৫ দিনে মোট ১৫৯ জন প্রশিক্ষণ গ্রহণ করলেন। কর্মশালায় ৬ ব্যাচ মিলিয়ে সর্বমোট ১৯০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আগামীকাল সমাপ্ত করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.