নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ প্রেসক্লাব' ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে জাবেদুল ইসলাম সানবীম (দৈনিক ভোরের কাগজ)ও সাধারণ সম্পাদক হিসেবে নুরকাদের সরকার ইমরান(দৈনিক আমার সংবাদ ও দ্যাইলি মর্নিং গ্লোরি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডোমার উপজেলা শাখা।
বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের সভাপতিত্বে সন্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী।
সংগঠনের সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরকাদের সরকার ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলি ভুট্টো, রিপোর্টাস ক্লাবের সভাপতি রতন কুমার রায় প্রমূখ।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম,মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহাদ শাহীন সহ বাংলাদেশ প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী ডোমার উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। পরে, ডোমার উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলের মালা পড়িয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]