রবিউল হাসান রাজিব,দৈনিক শিরোমণিঃ ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে।২০ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩.৩০ টার দিকে গোলডাঙ্গী এলাকায় ৪টি ড্রেজার ও ৫ হাজার ফুটের বেশি পাইপ ধ্বংস করেন সদর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মুহাম্মদ আল-আমিন। এ সময় তার কাজে সহযোগীতা করেন উপজেলা ভুমি অফিসের আশিক ইসলাম ও ব্যাটেলিয়ান আনসারদের একটি টিম ও অফিসের অন্যান্যরা।মুহাম্মদ আল-আমিন জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা মোতাবেক আজ নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাংগীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুটের বেশি পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দেশ ও জনগনের শত্রু। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications