দৈনিক শিরোমণি ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তবে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। মঙ্গলবার এক প্রতিবেদনে শফিকুল আলমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। সংবাদমাধ্যমটিকে প্রেস সচিব বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, কিন্তু ঢাকার অনুরোধে ভারতের পক্ষ থেকে ‘ইতিবাচক’ সাড়া পাওয়া যায়নি।
২৬শে মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছি এবং গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টার ভারত সফরের জন্য ভারতকে অনুরোধ করেছি। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে দিল্লিকে এ বিষয়ে অবহিত করা হয়। দুর্ভাগ্যবশত এতে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ড. ইউনূস দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা যিনি চার মাসের মধ্যে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চার দিনের সফরে চীন ভ্রমণ করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
Notifications