শনিবার (১৭ ডিসেম্বর) সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার ৪০ বছর বয়সী আকলিমা আক্তার ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের ৩০ বছর বয়সী সুরাইয়া বেগম। তারা সবাই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোর ৬টার দিতে সানোড়া ইউনিয়নের খাগুরতা গ্রামে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রতীক সিরামিক্সের বাসটি মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে তাদের কারখানায় শ্রমিক আনছিলো। বাসটিতে ৪৫ জনের মতো শ্রমিক ছিলো।এসময় দুর্ঘটনাবশত বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পরে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের ভিতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। এঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বাসটি ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাবশত সড়কের পাশে খাদে পরে যায়। এতে দুই জন নিহত হয়েছেন। আমি সুরতহাল করছি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।