1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা গুরুতর দুর্ঘটনা বাড়ছে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

দৈনিক শিরোমণি ডেস্ক: বাড়ছে রিকশা দুর্ঘটনা। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার কারণে গুরুতর দুর্ঘটনা বাড়ছে। ২০২৪ সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে রিকশা দুর্ঘটনায় আহত হয়ে দিনে ১১ জনের বেশি রোগী আসছেন। এ হাসপাতালে কেবলমাত্র ২০২৪ সালে রিকশায় আহত হয়ে ৪২৭৭ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রিকশায় আহত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর চেয়ে অনেক বেশি। অন্যদিকে আহতের পরিসংখ্যান থেকে দেখা যায় বছরের শেষে রেকর্ডসংখ্যক রোগী এসেছেন হাসপাতালে। মোট ৪৫৮ জন রোগী এসেছেন ডিসেম্বরে। রিকশা দুর্ঘটনায় পঙ্গু হাসপাতালে ডিসেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫ জনের বেশি রোগী এসেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী এসেছেন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে। এপ্রিলসহ অন্য মাসগুলোতে গড়ে ১৪ জন বা তার বেশি রোগী এসেছিলেন হাসপাতালের জরুরি বিভাগে।

২০২২ সালের এক জরিপ বলছে শুধুমাত্র রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এই বিপুলসংখ্যক রিকশার মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ২ লাখ ১২ হাজার ৯৯৭টি রিকশার। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের আগের তিন বছরে ঢাকায় রিকশার সংখ্যা বেড়েছে ১ লাখের মতো। অর্থাৎ, ২০১৯ সালের দিকে ঢাকায় রিকশার সংখ্যা ছিল ১১ লাখের মতো।

দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন এসব দুর্ঘটনার মধ্যে ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনা বেশি হয়। কারণ, এসব বাহন বিশ্বের অন্যতম ধীরগতির শহর ঢাকায় চলাচলের জন্য একেবারেই উপযুক্ত না। ব্যাটারি-রিকশা ঘণ্টায় গড়ে ৩০ কিলোমিটার বেগে চলে। এসব রিকশাচালকদের সড়ক সম্পর্কে জ্ঞান খুব কমই থাকে। বেপরোয়া গতি, গতি নিয়ন্ত্রণে ব্রেকের সমস্যা ইত্যাদি কারণে ব্যাটারচালিত রিকশায় দুর্ঘটনা বেশি ঘটে।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, প্যাডেলচালিত রিকশার চেয়ে ব্যাটারিচালিত রিকশায় আহত হওয়ার ঝুঁকি বেশি। এ দুর্ঘটনায় আহত হওয়ার সবচেয়ে বড় কারণ, এগুলো উচ্চগতির জন্য উপযুক্ত না। প্যাডেলচালিত রিকশার চাইতে এসব রিকশার গতি বেশি থাকে। বেশি গতিতে দুর্ঘটনা ঘটলে আহত হওয়ারও ঝুঁকি বেশি। তাছাড়া চালক যারা চালায় তারা ডানে বামে না তাকিয়েই চালায়। ব্রেক করে না ঠিকমতো, তাই দুর্ঘটনার সংখ্যাও বেশি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি