শিরোমনি ডেস্ক রিপোর্ট: সরকারবিরোধী আন্দোলনের কোনো একটা পর্যায়ে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ঢাকায় বিপুলসংখ্যক লোক নিয়ে বসে পড়তে পারে—এই আশঙ্কা ক্ষমতাসীন আওয়ামী লীগের। আর বিএনপি একবার বসে যেতে পারলে তখন দলটি সরকারের পতনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে চলে যেতে পারে। এমন একটা ধারণা থেকেই পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে ‘সতর্ক পাহারায়’ আওয়ামী লীগ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল্যায়ন হচ্ছে, বিরোধীদের কৌশলের পাল্টা হিসেবে আওয়ামী লীগ রাজপথে শক্ত অবস্থান নেওয়ায় বিএনপি এখনো সে রকম কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। এখন পর্যন্ত বিএনপির যে অবস্থান, তাতে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা স্পষ্ট নয়। সে ক্ষেত্রে তারা ভোট পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখলে আওয়ামী লীগও একই কায়দায় রাজপথে নিয়ন্ত্রণ ধরে রাখবে। এতে দলের কর্মীরা চাঙা থাকবেন। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও হয়ে যাবে।