টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে সোমবার (০২ আগস্ট) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে রওনা হয়।
মঙ্গলবার (০৩ আগস্ট) ভ্যাকসিনের এই চালানটির ঢাকায় পৌঁছানোর কথা। এ নিয়ে জাপান এ পর্যন্ত মোট ১৬ লাখ ৪৩ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে পাঠালো। জাপানে বাংলাদেশ দূতাবাসের একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে। এই চালান এরই অংশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]