ঢাকার সাভারে নর্দান ফ্যাশন নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় নর্দান ফ্যাশনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
কারখানার শ্রমিকরা জানায়, সন্ধ্যায় কারখানায় কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ তৃতীয় তলায় ওয়ারহাউজে মজুদ রাখা কাপড়ে আগুন লাগে। এসময় ফায়ার এলার্ম বেজে উঠলে শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে দেয় কতৃপক্ষ। বাইরে থেকে তখন শুধু ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিসের ৪ নং জোন কমান্ডার আব্দুল আলীম বলেন, প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এসময় তৃতীয় তলায় আগুন জ¦লছিল। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে আরো দুটি ইউনিটকে তলব করা হয়। সবশেষ সন্ধ্যায় সাড়ে ৭টায় ছয়টি ফায়ার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এসময় আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক সামান্য আহত হন। তাদের নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে পাঠান তারা। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]