রেদোয়ন হাসান,ঢাকা জেলা প্রতিনিধি:
আশুলিয়ায় অভিযান চালিয়ে সঙ্গবদ্ধ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটিচাকু উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সময়কেউ জোরাজোরি করলে এই চাকু দিয়েরক্তাক্ত জখম করতো গ্রেপ্তাররা।
শুক্রবার (১২ মার্চ) বিকেল ৬ টার দিকেতাদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছের্যাব-৪ এর একটি দল। এর আগে গতবৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ারবাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করাহয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার মোঃমাজেদ হোসেন (৩৫), টাংগাইল জেলারমোঃ জাবেদ (৩০), বগুড়া জেলার মোঃমাছুম মন্ডল, (৩০) ও গোপালগঞ্জ জেলারমোঃ জিয়া (৩০)। তারা সবাই সঙ্গবদ্ধছিনতাই চক্রের সদস্য।
র্যাব জানায়, সাম্প্রতিককালে রাজধানীসহঢাকা জেলার বিভিন্ন স্থানে কিছু সংঘবদ্ধছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠেছে। দেশেরবিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষেরনিকট থেকে টাকা-পয়সা, মোবাইল সেট,ল্যাপটপ এবং সঙ্গে থাকা দামি মালামালছিনতাইয়ের অভিযোগ পায় র্যাব।কয়েকটি অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এরএকটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরুকরে। পরে গোপন সংবাদের ভিত্তিতেআশুলিয়ার বাইপাইল থেকে চক্রের ৪সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ টি চাকু, ১ টিমোবাইল ফোন এবং ছিনতাইকৃত নগদ ১হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব ৪ এরএএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন,চক্রটির সদস্যরা দীর্ঘদিন যাবৎ দলবদ্ধ হয়েসাভার-আশুলিয়াসহ ঢাকা জেলারবিভিন্নস্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদটাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাইকরত। বিশেষ ক্ষেত্রে যারা জোড়াজোড়িকরত সে সকল ভূক্তভোগীকে দেশীয়ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্তজখম করত আসামিরা। গ্রেপ্তারকৃতদেরবিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়াথানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]