1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-বরিশাল লঞ্চ ও বিমান ভাড়া কমিয়েও যাত্রী সংকটে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই ঢাকা-বরিশাল রুটে আকাশ ও নৌ-পথে জিম্মিদশা থেকে মুক্তি পেতে শুরু করে দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদুল আজহাকে কেন্দ্র করে আকাশ পথে ও নৌ-পথে যাত্রীদের কাছ থেকে অধিক মুনাফা আদায় করা হলেও বর্তমানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ভাড়া কমিয়েও যাত্রী সংকটে ভুগছে এই রুটের লঞ্চ ও এয়ারলাইনসগুলো।পদ্মা সেতু উদ্বোধনের পূর্বে ঢাকা-বরিশাল আকাশ পথে বেসরকারি ইউএস বাংলা ও নভোএয়ার সর্বনিম্ন ৪ হাজার ৭০০ টাকায় টিকিট বিক্রি করেছে। পদ্মা সেতু উন্মুক্ত করার পর এ দুই এয়ারলাইনস গত ২০ জুলাই থেকে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা করছে। এতেও শেষ রক্ষা হচ্ছে না। মিলছে না পর্যাপ্ত যাত্রী। সর্বশেষ গত শুক্র ও রবিবার নভোএয়ার যাত্রী সংকটের মুখে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তবে ইউএস বাংলা তাদের নিয়মিত দুইটি ফ্লাইট চালু রেখেছে। বিমান বাংলাদেশও তাদের একমুখী ভাড়া সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা থেকে এক লাফে কমিয়ে চলতি সপ্তাহের রবিবার থেকে ৩ হাজার টাকা করেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের পর কয়েক দিন যাত্রীর চাপ ছিল ঈদুল আজহা কেন্দ্রিক। কিন্তু ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকেই আশঙ্কাজনক হারে যাত্রী হ্রাস পেতে শুরু করলে ভাড়া কমাতে বাধ্য হয় ইউএস বাংলা, নভোএয়ার ও বিমান বাংলাদেশ। সংশ্লিষ্ট এজেন্সিগুলো জানিয়েছে বর্তমানে ভাড়া কমানো হলেও যাত্রী সংকট দেখা দিয়েছে। এদিকে পদ্মা সেতু চালু হবার পর থেকে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌ-যোগাযোগে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। ঈদুল আজহায় যাত্রী চাপ থাকলেও বিগত এক সপ্তাহ ধরে যাত্রী মিলছে না বিলাসবহুল লঞ্চগুলোতে। গতকাল সোমবার বেশ কয়েকটি কোম্পানি ঘোষণা দিয়ে ভাড়া কমিয়েছে। এসব বিলাসবহুল লঞ্চের সিঙ্গেল এসি কিংবা ননএসি কেবিনের ভাড়া ১ হাজার ৪০০ টাকা থেকে এক লাফে কমিয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ডাবল কেবিনের ক্ষেত্রে ২ হাজার ৪০০ টাকার ভাড়া ২ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও ফ্যামিলি, সেমি ভিআইপি, ভিআইপি কেবিনের ভাড়া প্রকার ভেদে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এছাড়া ডেকের ভাড়াও ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমিয়ে ২০০ থেকে ২৫০ টাকা রাখা হচ্ছে।একাধিক লঞ্চের সুপারভাইজার জানান, পদ্মা সেতু চালুর পর থেকে ক্রমান্বয়ে কমেছে যাত্রীর সংখ্যা। বর্তমানে লঞ্চের ২০ থেকে ৩০ শতাংশ কেবিনে যাত্রী মিলছে না। তাই মালিকরা ভাড়া কমিয়েছেন। তবে একাধিক লঞ্চ মালিক লঞ্চে যাত্রী ফিরবেন এমন আশাবাদ ব্যক্ত করে জানান, ভবিষ্যতে নৌপথে যাত্রীর সংখ্যাও বাড়বে। সঙ্গে বাড়বে লঞ্চও। ফলে লঞ্চ ব্যবসায় ভাটা পড়ার কোনো আশঙ্কা নেই। তারা বলেন, আগামী এক বছরে পাঁচটি নতুন লঞ্চ নামানোর উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। লঞ্চগুলো বর্তমানে নির্মাণ পর্যায়ে রয়েছে। লঞ্চ মালিকদের মতে, প্রথমত নৌপথে ভাড়া কম, দ্বিতীয়ত লঞ্চে যাতায়াতে কর্মঘণ্টা নষ্ট হয় না এবং যাত্রীরা ক্লান্তি বোধ করে না, তৃতীয়ত বর্তমানে বিলাসবহুল যেসব লঞ্চ তৈরি হচ্ছে যাত্রীরা বাসের চেয়ে এসব লঞ্চ ভ্রমণে বেশি আগ্রহী হবে।

Facebook Comments
০ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি