ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন দুপুর সোয়া ২টায় বলেন, ‘দুপুর ১টা ৪৮ মিনিটে চারতলার অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের শুরু থেকেই সেখানে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন এরশাদ হোসেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল খান, ‘চারতলায় আইসিইউ রয়েছে। সেখানে ধোঁয়া দেখা যাচ্ছে। বিস্তারিত আরও পরে জানা যাবে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]