ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগেছে। এ ঘটনায় স্থানান্তরের পর গুরুতর অসুস্থ তিন জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানিয়ে বলেন, ‘করোনা ইউনিটে বুধবার সকালে আগুনের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’
তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হয়ে কেউ মারা যায়নি। তবে আইসিইউতে অনেক গুরুতর রোগীরা থাকেন। তাদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজনের বয়স ষাটের বেশি। একজন পঞ্চাশের ঘরে।
এর আগে বুধবার সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর জানায় ফায়ার সার্ভিস। ৮টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, আগুন ভয়াবহ ছিল না। ফায়ার সার্ভিস গিয়ে ওই ইউনিটে তিনজনকে পায়। তাদের কেউই দগ্ধ ছিলেন না। পরবর্তী সময়ে তাদের অন্য ইউনিটে স্থানান্তর করা হয়।
এর আগে গত ৭ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনের চতুর্থ তলায় আগুন ধরে। ওই দিন দুপুর ১টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]