রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ "ফরিদপুরে তথ্য অধিকার আইন-২০০৯" অবহিত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১২ই জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া। কর্মশালার মূল আলোচক ছিলেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের উপসচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]