মিন্টু কান্তি নাথ (রাজস্থলী):বণিল আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হেডম্যান পাড়ার বৌদ্ধ বিহারের দায়ক -দায়িকা ও যুবক - যুবতীদের উদ্যোগে মহা সাংগ্রাই রিলং পোয়েঃ জল উৎসব উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, বিভিন্ন প্রতিযোগি এবং একে অপরের গায়ে পানি ছিটিয়ে জল উৎসব শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা। আশেপাশে গ্রামগুলো হতে শত শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, মাসাসের সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, ইউপি সদস্য থুইসিংমং মারমা, কামাল হোসেন, শিমুল দাস, বাপ্পী দেব,ক্যাসিংহ্লা মারমা, এসাইংচিং মারমা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংক্যসিং মারমা । জল উৎসবের শেষের দিনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জনশ্রুতে পরিনত হয়। ব্যাপক আনন্দ উল্লাসে মেতে উঠে তরুণ- তরুণীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]