ফুসফুস ক্যান্সার (সাইনোভিয়াল সারকোমা) আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য ১লক্ষ ৩২হাজার ৬শত টাকা নগদ অর্থ হস্তান্তর করেছে থিয়েটার কুবি।
আজ সোমবার ( ১৯ অক্টোবর) দুপুর ১টায়
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান স্যারের কাছে টাকা হস্তান্তর করে।
এ বিষয়ে থিয়েটার কুবির সাধারণ সম্পাদক অর্ক গোসামী বলেন "থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সবসময়ই বিভিন্ন দাতব্য কাজে অংশগ্রহণ করেছে।এরই ধারাবাহিকতায় আমরা তানিনের চিকিৎসার জন্য একটা ফান্ড সংগ্রহ করি এবং তা আজকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান স্যারের কাছে হস্তান্তর করি।যারা যারা এই ফান্ড সংগ্রহে অক্লান্ত পরিশ্রম করেছেন "থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়" তাঁদের প্রতি কৃতজ্ঞ।সবাই তানিনের জন্য দোয়া করবেন"।
এসময় আরো উপস্থিত ছিলেন থিয়েটারের উপদেষ্টাদের মধ্য থেকে মোহাম্মদ আইনুল হক আর মুহাম্মদ সোহারাব উদ্দীন, সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে ছিলেন ইসরাত জাহান লিপা। থিয়েটার সভাপতি নাজমুল ফাহাদ, সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী এবং নাট্যকর্মী-ইসতিয়াক, মোহন, হান্নান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]