রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬
তানোরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের জমকালো আয়োজনে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ(২৩জুন)বুধবার সকালে তানোর পৌরসভায় আওয়ামী লীগের এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার,কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী বলেন, আমরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসা নেতা না। আমরা আওয়ামী লীগের সিএস,এসএ ও আর এস তিন খতিয়ানের মালিক। আমরা আওয়ামী লীগের সাথে আছি এবং আগামীতেও আওয়ামী লীগের সাথেই থাকবো ইনশাআল্লাহ বলে জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.