সারোয়ার হোসেন, তানোরб দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোর উপজেলার প্রতিটি আম বাগানের ডালে ডালে উঁকি দিয়ে বড় হয়ে উঠতে শুরু করেছে আম। পাশাপাশি থেমে নেই রসালো ফল লিচুর সমারোহ। দেখা যাচ্ছে, আম বাগানের সাথে উঁকিঝুঁকি দিয়ে দেখা যাচ্ছে লিচুর বাম্পার সম্ভাবনা। উপজেলার বিভিন্ন আম বাগান ও লিচু বাগান সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে উঁকিঝুকি দিয়ে পাতার ভিতর দিয়ে কড়ালী থেকে আম ও লিচুতে পরিপূর্ণ হচ্ছে রসালো ফল গুলো। আর অল্প কিছু দিনের মধ্যে পাকা আম লিচুর গন্ধে মৌ মৌ সুভাষ ছড়াতে শুরু করবে গ্রাম অঞ্চল জুড়ে।
গত’বছরের ন্যায় এবার অবাহাওয়ার অনুকূলে থাকায় প্রতিটি আম ও লিচু গাছে ভালো ভাবে ফুটে উঠেছিলো আম ও লিচুর মুকুল। আম ও লিচু চাষিরা আশা করছেন গত বছরের চেয়ে এবার অনেক বেশি আম ও লিচু গাছে ফল এসেছে। এবার অবাহাওয়াও অনুকূলে রয়েছে। যদি কোন দূ্র্যোগ না হয় তাহলে আম ও লিচু চাষিরা অনেক ভালো লাভবান হবে।
তানোর পৌর এলাকার বেশকিছু গ্রামের আম ও লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত’বছর আম ও লিচু গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেননি। তাই এবার প্রথম দিক থেকেই বাগানে ভিটামিন গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে আসছেন আম ও লিচু চাষিরা। এতে করে আম ও লিচুর পুষ্টি বাড়ে গোড়া শক্ত হয়। এবার আম চাষিরা আশা করছেন আকাশের আবাহাওয়া ভালো থাকলে আম ও লিচু গাছে অনেক আম ও লিচু পাওয়া যাবে বলে জানান আম চাষিরা।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম বলেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। কৃষকরা নিজ নিজ আম ও লিচু বাগানের পরিচর্যা শুরু করেছেন চাষীরা। এ বছর প্রচুর পরিমান গাছ আম ও লিচু এসেছে। যদি কোন বড় ধরনের দুর্যোগ না হয় তাহলে কোন ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই।
৮ views