রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
তানোরে চুলাই মদসহ পলাতক আসামী গ্রেফতার
সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩লিটার চুলাই মদ সহ এক নারী ও জিআর মামলায় পলাতক ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় গ্রেফতারকৃত মহিলার কাছে থেকে ৩লিটার দেশীয় চুলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের কিসমত বিল্লি আদিবাসী পাড়ার সাহেব হেমরমের স্ত্রী রিতা সরেন(৪৩) ও কলমা আদিবাসী পাড়ার রশিদ মার্ডির ছেলে পলাতক জিআর মামলার আসামি প্রদীপ টুডু(৩৫),তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে জিআর মামলার আসামি আইয়ুব আলী(৫৩)। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, জোলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩লিটার দেশীয় চুলাই সহ একজন নারী মাদক ব্যবসায়ী ও জিআর মামলায় পলাতক ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.