রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
তানোরে চেয়ারম্যান মেম্বারদের মনোনয়ন উত্তোলনের হিড়িক
সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরেই তানোর উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ধুম পড়েছে মনোনয়ন উত্তোলন করতে। সকাল থেকে উপজেলা চত্বরে উপজেলা ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোট করতে এখন থেকে এসব মনোনয়ন পত্র উত্তোলন করছেন তাঁরা। উপজেলা নির্বাচন অফিস থেকে তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলনের জন্য আলাদা আলাদা ভাবে রির্টানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।এতে করে ১নং কলমা ইউনিয়ন পরিষদ ও ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছে উপজেলা কৃষি অফিসার, ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ ও ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ ও ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। ফলে সুষ্ঠু পরিবেশে কোনপ্রকার হয়রানী ছাড়াই মনোনয়ন ফরম উত্তোলন করতে পারছেন প্রার্থীরা। সকাল থেকে দেখা গেছে,এখন পর্যন্ত ৪জন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।তাঁরা হলেন, ৩নং পাঁচন্দর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোমিনুল হক মোমিন, ৪নং সরনজাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খাঁন,৬নং কামারগাঁ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন বিএনপির এক অংশের সভাপতি খলিলুর রহমান খলিল ও আগা খাঁন, ২নং বাধাইড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান হেনা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জন্য মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা পদপ্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন করতে দেখা যায়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তানোর উপজেলার ৭ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মনোনয়ন ফরম জমার শেষ দিন ১৭ অক্টোবর ও বাছাইয়ের দিন ২০ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর ও ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.