এই প্রথম পুরোপুরি ‘দর্শক’ হিসেবে বাংলাদেশ দলের খেলা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। তাকে ছাড়াই আগেও খেলেছে বাংলাদেশ। তবে সেই খেলায় মাশরাফি বাদ পড়েননি, বিশ্রামে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে এই প্রথমবারের মতো জাতীয় দল থেকে তাকে নির্বাচকরা বাদ দিয়েছেন। এবং সম্ভবত এই বাদ পড়ার মধ্য দিয়ে মাশরাফির আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ারও ফুলস্টপ!
নতুন অধিনায়ক এবং বাংলাদেশ দলের নতুন পথচলার শুরুর সময়ে মাশরাফি এখন ‘সাবেক’ হয়ে পড়ার তালিকায়! নিজের ক্যারিয়ারের এই সঙ্কটময় সময়েও অবশ্য মাশরাফি বাংলাদেশ দল এবং নতুন অধিনায়ক তামিম ইকবালকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি সিরিজ শুরুর আগের দিন সন্ধ্যায় শুভকামনা জানিয়ে লিখেন- ‘বাংলাদেশ ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার, ২০ জানুয়ারি) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইল শুভকামনা। তামিম ইকবাল খান এর জন্য রইলো স্পেশাল ভালবাসা ও দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা।
আওয়াজ একটাই-বাংলাদেশ।’
মাশরাফি এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক। নতুন অধিনায়ক তামিম ইকবাল এবং পুরো দলের জন্য তার শুভকামনা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উজ্জ্বীবিত করবে, তাকে কোন সন্দেহ নেই।
মাশরাফির এই স্ট্যাটাসের কমেন্টস সেকসানে ক্রিকেট কোচ জালাল চৌধুরী বলেন- ‘এমন আশিস থাকলে তামিমের দল না জিতে কোথায় যাবে। সিরিজ আরাম জিতবে, ইনশাআল্লাহ।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]