ক্যারিয়ারের মাত্র পাঁচ বছরেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন কর্ণাটক কন্যা রশ্মিকা মন্দানা। এরইমধ্যে অভিনয় দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে কন্নড়, তেলেগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সৌন্দর্যের কারণে অনেক পুরুষের তাকে জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্খাও প্রকাশ করেছেন। অনেক ভক্তরাতো তাকে ভারতের ‘জাতীয় ক্রাশ’ বলে আখ্যায়িত করা শুরু করেছে। তবে রশ্মিকা সাফ জানিয়ে দিয়েছেন, তামিল কোনো ছেলেকে বিয়ে করতে চান তিনি।
সম্প্রতি তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন ‘সুলতান’ সিনেমা দিয়ে। আর এ সিনেমার শুটিং করতে গিয়েই তামিলনাড়ুর প্রেমে পড়েছেন এই সুন্দরী। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রশ্মিকা মন্দানা বলেন, ‘তামিলনাড়ুর সংস্কৃতিতে আমি সত্যিই মুগ্ধ, বিশেষ করে এখানকার খাবার। আমি তামিল খাবারের প্রেমে পড়েছি এবং এগুলো সত্যিই সুস্বাদু। আশা করি, আমি একজন তামিলবাসীকে বিয়ে করব এবং তামিলনাড়ুর বধূ হব।’
২০১৬ সালে কন্নড় ‘কিরিক পার্টি’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক রশ্মিকা মন্দানার। আর ‘চলো’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক তেলেগু ইন্ডাস্ট্রিতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]