রংপুর থেকে খলিলুর রহমান খলিল:রংপুরের তারাগঞ্জে গণ অধিকার পরিষদের তারাগঞ্জ উপজেলা কার্যালয় অফিসের উদ্বোধন করা হয়েছে ।১৭ জানুয়ারি শুক্রবার দুপুর ১২ টা ২৫ মিনিটে তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ড ভোলানাথ শপিং কমপ্লেক্সের নিচ তলায় গণ অধিকার পরিষদের তারাগঞ্জ উপজেলা কার্যালয় শাখা অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্না , রংপুর জেলার আহ্বায়ক সদস্য সচিব গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুক হাসান , আরিফ খান সজিব, সাবেক যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার রুবেল সরকার,
সহ -সমাজসেবা সম্পাদক ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা শাখার ইছা শাহ্ , গণ অধিকার পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ইমরান হোসাইন,
সদস্য সচিব গণ অধিকার পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার রহমতউল্লা রিয়াদ( দুলু) যুব অধিকার পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার যুব আহ্বায়ক তৌহিদুল ইসলাম সুমন সহ তারাগঞ্জ উপজেলার নেতা কর্মী বৃন্দ ।
নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদ একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রতিকুল সময়ে গড়ে উঠেছে এবং সুযোগ-সুবিধা ছাড়াই সারা বাংলাদেশে এই দলের নেতা এবং কর্মী তৈরি হয়েছে । জনগণের প্রতিনিধি হিসেবে আগামী নির্বাচন যখন হবে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]