রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাস্ক পরা ও পথ সভা অনুষ্ঠিত
মোঃ রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরা বাধ্যতামূলক এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় রংপুরের তারাগঞ্জে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুরের নির্দেশনায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সাধারণ জনগণের মাঝে করোনা রোগ প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ বিষয়ক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার( ১৭ মে) সকালে তারাগঞ্জ হাট-বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি সহ তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণী কার্যক্রম করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, মেডিকেল অফিসার ডাঃ অনির্বাণ মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুস সালাম, স্যানিটারি ইন্সপেক্টর মমিনুর রহমান পায়েল, সিনিয়র স্টাফ নার্স মাইদুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার বলেন, করোনা বিষয়ক মানুষের মাঝে চলমান উদ্বুদ্ধকরণ ও নানান নির্দেশনা অব্যাহত রয়েছে। করোনা সম্পর্কিত সরকারের নিয়ম নীতি মেনে চলার পরামর্শ দিচ্ছি সকলকেই। নিজেই সচেতন হই অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহিত করি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.