রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
তালায় বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় মোবাইল কোড এর মাধ্যমে ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ সোমবার (০২ আগস্ট) দুপুর ১ টার সময় শাহপুর গ্রামের মোঃ শাহিনুর মহালদার, পিতা গফুর মহালদার, কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তালা উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব তারেক সুলতান। এ বিষয়ে তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তালা উপজেলায় একটি বাড়ি বিয়ের আয়োজন চলছে খবর পেয়ে, সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। যেয়ে দেখি ছেলের পরিবারের অনেক লোকের খাওয়া-দাওয়ার রান্নার আয়োজন চলছে, আমরা প্রাথমিকভাবে ছেলে মেয়ের বয়স যাচাই করে দেখি দুজনের বয়স ঠিক আছে। পরবর্তীতে লকডাউন চলাকালীন সরকারি আইন অমান্য করে অনেক বড় পরিসরে বিয়ের আয়োজন করার কারণে ভ্রাম্যমাণ আদালত ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা,তালা উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব তারেক সুলতান। তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ও আনসার সদস্যরা প্রমুখ ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.