আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।
মেরকেল বলেন, গত ২০ বছরের ‘অর্জনের সুরক্ষার’ জন্যই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। তবে তালেবানকে কোনো শর্তবিহীন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না।
তালেবানদের আফগানিস্তান দখল ও সন্ত্রাসবাদ বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ‘নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’
আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘গত ২০ বছরে আফগানিস্তানে অনেক উন্নয়ন হয়েছে ন্যাটোর নেতৃত্বে। সেসব অব্যাহত রাখতে হবে। কারণ সেসব উন্নয়ন আমাদের অর্জন। এখন আফগানিস্তানের ৭০ শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারছে। এক যুগ আগে যা ছিল ২০ শতাংশ। এসব প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়। তাই লক্ষ্য অর্জনের জন্য আলোচনা অব্যাহত রাখতে হবে।’
অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘ইতিহাসের অনেক কিছুই অনেক সময় নেয়। এজন্য আমাদের আফগানিস্তানকে ভুলে যাওয়া উচিত হবে না।’
খবর এনডিটিভি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]