অনলাইন @আফগানিস্তানের শহরগুলোর অভ্যন্তরে সরকারী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। এজন্য তালেবানের পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। মঙ্গলবার তালেবানদের এক প্রবীণ বিদ্রোহী নেতা এই তথ্য জানিয়ে বলেন, তুরস্ককেও তাদের সেনা মোতায়েনের বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে, তালেবান আবার ক্ষমতায় গেলে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
ন্যাটো সেনা প্রত্যাহারের মধ্যেই কট্টরপন্থী ইসলামপন্থী গোষ্ঠীটি উত্তরাঞ্চলে অনেকাংশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথে মঙ্গলবার সর্বশেষ ন্যাটো সহযোগি হিসাবে ফ্রান্সও তার নাগরিকদের চলে যেতে বলেছে। ফরাসী দূতাবাস বলেছে, ‘ফ্রান্স দূতাবাস সকল ফরাসী নাগরিককে বিশেষ সরকারী বিমানে বা অবিলম্বে নিজস্ব উপায়ে দেশ ত্যাগের জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ করেছে। গত ১ জুলাই, জার্মানিও তার নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছিল।