রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
তাড়াশে ইউপি কার্যালয়ে আলোকসজ্জা ও গান বাজালেন চেয়ারম্যান
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউপি কার্যালয়ে আলোকসজ্জা ও উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।শনিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এমন বর্ণিল আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা,রোববার (১৫ আগষ্ট) সকালে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দনাথ বসাক জানান, চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শোক দিবসে তার সম্পূর্ণ কার্যালয় আলোকসজ্জা করেন ও উচ্চ শব্দে মাইকে গান বাজান, জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে যা মোটেও ঠিক হয়নি।দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, ইউনিয়ন পরিষদ আলোকসজ্জায় সাজানো হয়েছে। কিন্তু গান বাজানোর বিষয়ে আমার জানা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা,তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে গান বাজানোর বিষয়টি আমার জানা নেই। তবে এধরনের ঘটনা ঘটলে খোজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, জাতীয় শোক দিবসে চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছে এতে আমি মর্মহত ও দুঃখজনক। শোক দিবসের পরে এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে,তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম জানান, শোক দিবসের কোন অনুষ্ঠানে আলোকসজ্জা বা বর্ণিল কোন আয়োজন করার কথা না। কেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এমন কাজ করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.