রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
তিতাসের প্রশাসনের অভিযানে ১ টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গোমতী নদীর পাড় ও ডিমচরে প্রশাসন অভিযান চালিয়ে ১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করেছে। এসয় মাটি খেকোরা খবর পেয়ে আগেই পালিয়ে গেছে, এবং মাটি খেকোদের নামে মামলার প্রস্তুতি চলছে। ১১ এপ্রিল রবিবার বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।জানা যায়,গোমতী নদীর পাড় ও ডিমচরের মাটি যাচ্ছে ইট ভাটায় শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকা,আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ পেপারে শনিবার সংবাদ প্রকাশিত হলে নিউজটি প্রশাসনের নজরে আসলে,উপজেলা প্রশাসন এই অভিযান চালানো হয়।সরেজমিনে গিয়ে জানা যায়,
লালপুর গ্রামের মুত সিরাজ মিয়ার ছেলে ফুল মিয়া ও একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মঙ্গল মিয়া অবৈধভাবে গোমতী নদীর পাড় থেকে এবং ডিম চরের মাটি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়ার চরচাষী গ্রামের মাটি খেকো কবির ও জাহাঙ্গীরের নিকট বিক্রি করে আসছে।তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে সাহস পায়না।অভিযান পরিচালনার সময় নাম প্রকাশ না করার শর্তে এক যুবক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নিকট এমন অভিযোগ করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম বলেন,গোমতী নদীর তীর ও ডিমচর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে ১১ এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে ১টি ভ্যাকু ও ৪ টি ট্রাক্টর জব্দ করেছি এবং মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছি।আবারও যদি মাটি কাটার খবর পাই তাহলে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.