এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকাণ্ডে একটি দু'চালা বসত ঘর পুড়ে চারটি গরু,স্বর্ণালঙ্কার
সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে কৃষক মো.কাইয়ূম খানের বাড়িতে। কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক কাইয়ূম খান বলেন,গত ২ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টাকার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা বুঝতে পেরে ঘুম থেকে উঠে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন দিলে বিদ্যুৎ অফিস বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়।তখন থেকেই আশেপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে রাত ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এতক্ষণে আমার দু'চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়।আগুনে আমার ২ লাখ ৬০ হাজার টাকার দু'টি আবাল গরু আহত হয়েছে এবং দু'টি বাছুরসহ স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কৃষক কাইয়ূম খান।অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ৩ জুলাই শনিবার বেলা১১ টার দিকে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষক কাইয়ূম খানকে আর্থিক ভাবে কিছু সহযোগিতা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]