এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ কুমিল্লার তিতাসে ওয়ারেন্ট ভুক্ত এক বছরের আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ২৪ মার্চ বুধবার সকালে কোর্টে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশের সাহসী চৌকস এস আই মোঃ বিল্লাল হোসেন।তিতাস থানা পুলিশের সাহসী একজন চৌকস এস আই হিসেবে তাঁর ধারাবাহিক সফলতা চলছেই।অন্যরা যেখানে খানিকটা পিছিয়ে এসআই মোঃ বিল্লাল হোসেন সেখানে এগিয়ে।২৩ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রাম থেকে দুই মামলার ওয়ারেন্টভূক্ত এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন তিতাস থানা পুলিশের সাহসী চৌকস এস আই মোঃ বিল্লাল হোসেন।গ্রেপ্তারকৃত আসামির নামে দায়েরকৃত মামলা হলো সিআর ৩৩১/১৬ ইং এই মামলায় সাজা হয়েছে এক বছর।জিআর ১৫৭/১৮ ইং মামলায়ও তার ওয়ারেন্ট রয়েছে।গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলামের বাড়ি ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে।তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।এর আগেও তিতাস থানা পুলিশের সাহসী চৌকস এসআই মোঃবিল্লাল হোসেন অস্ত্রসহ বহু দুর্র্ধষ আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয়েছিলেন।যার ফলস্বরূপে তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ তদন্ত অফিসারের পুরষ্কার লাভ করেছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার অফিস থেকে।যার কারণে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন।