এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করায় বিকাশ দোকানীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে ছিনতাই কারীরা। ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল শনিবার সকালে উপজেলার বালুয়াকান্দি বাজারে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের ছামাদ মোল্লার ছেলে মো. দিন ইসলাম সাগর(২৭) বিকাশ দোকানী শুক্রবার বিকালে মটর সাইকেল যোগে ৫০ হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী মজিদপুর গ্রামে তার বোনের বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার কাকিয়াখালী গ্রামের সিরাজ মিয়ার বাড়ির সামনে গতিরোধ করে বালুয়াকান্দি গ্রামের চিহ্নিত দুষকৃতকারী রবিউল্লা,মোস্তফা,ইব্রাহীম,আল-আমিন ও সোহেল সংঘবদ্ধ হয়ে সাগরের কাছ থেকে ৫০ হাজার টাকা রেখে দেয়। এঘটনায় সাগর থানায় লিখিত অভিযোগ দিলে ছিনতাইকারী চক্র ক্ষীপ্ত হয়ে ৩ এপ্রিল শনিবার সকালে সাগর দোকান গেলে তাঁকে এলোপাতারী পিটিয়ে হত্যার চেষ্টা করে।এসময় সাগরের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এবিষয়ে আহত বিকাশ দোকানী সাগর বলেন,শুক্রবার বিকালে ৫০ হাজার টাকা নিয়ে মজিদপুর আমার বোনের বাড়ি যাওয়ার পথে রবিউল্লা,মোস্তফা,ইব্রাহীম,
আল-আমিন ও সোহেল আমার পথরোধ করে আমাকে মারধর করে আমার পকেটে থাকা নগদ-৫০ হাজার টাকা রেখে দেয়,এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্তে যায়,এতে তারা ক্ষিপ্ত হয়ে ৩ এপ্রিল শনিবার সকালে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়ে হামলা করে।এবং আমার দোকান ভাংচুর করে নগদ-৫ লক্ষ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।সরজমিনে গিয়ে অভিযুক্ত রবিউল্লাকে বাড়িতে পাওয়া যায়নি,তবে তার স্ত্রী শাহিনা ঘটনা অস্বীকার করে বলেন আমার ছেলেকে সাগর মারধর করেছে টাকা ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।এবিষয়ে তিতাস থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামের মোবাইলে ফোন করা হলে তিনি বলেন,সাগরের লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে, তবে আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
২০ views